সহপাঠ্যক্রমিক কার্যাবলী :-
প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ শাখায় চারজন বীরশ্রেষ্ঠের নামে ৪ টি হাউসে বিভক্ত করা হয়।
আন্তঃহাউস প্রতিযোগিতার আয়োজন করাই হাউসগুলোর মূল লক্ষ্য। হাউসগুলোর নাম যথাক্রমে:
১. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হাউস
২. বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ হাউস
৩. বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ হাউস
৪. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান হাউস
স্কাউট ও বিএনসিসি
ক) স্কাউট : অত্র প্রতিষ্ঠানে বয়েজ স্কাউট ও গালর্স গাইডের কার্যক্রম চালু রয়েছে। বিজিপিএসসি স্কাউট দল প্রতি বছর জাতীয় দিবস সমূহে জেলা প্রশাসন আয়োজিত কুজকাওয়াজে অংশগ্রহণ করে থাকে। প্রায় প্রতি বছরই স্কাউট দল জেলা প্রশাসন কর্তৃক পুরস্কৃত হচ্ছে।
খ) বিএনসিসি : ময়নামতি রেজিমেন্ট কুমিল্লা এর অনুমোদন সাপেক্ষে ০৬ জানুয়ারি ২০১৮ তারিখে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানে বিএনসিসি প্লাটুন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে বিএনসিসি ক্যাডেট বৃন্দ তাদের চবৎভড়ৎসবহপব প্রদর্শনপূর্বক সুনাম অর্জনে সক্ষম হয়েছে। উল্লেখ্য, অত্র প্রতিষ্ঠানের সিনিয়র ও জুনিয়র দু’টি প্লাটুন রয়েছে।