দশম শ্রেণির সমাপনী কার্যদিবসে ক্লাস পার্টি অনুষ্ঠিত

আজ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এর দশম শ্রেণির সমাপনী কার্যদিবসে জাঁকজমকপূর্ণ ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়। সকল শ্রেনিশিক্ষক, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে কেক কেটে দিবসের কার্যক্রম শুরু হয় এবং সকল শিক্ষককের নিকট দোয়া চেয়ে শিক্ষার্থীরা সকাল ১০.৩০ ঘটিকায় নিজ নিজ বাড়ি ফেরে।
সকল শিক্ষার্থীর জন্য অশেষ দোয়া ও শুভকামনা রইল।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)


পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সা:) উদযাপন

বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ আজ ১২ ই রবিউল আউয়াল ঈদ ই মিলাদুন্নবী (সা:) যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। মহানবী (সা:) এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা, ক্বেরাত প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদেরকে বই উপহার দেয়া। জনাব মো. মহিউদ্দিন সহকারী শিক্ষক এবং জনাব ফয়জুর রহমান ধর্মীয় শিক্ষক এর পরিচালনায় সকলের অংশগ্রহণে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।


অভিভাবক সমাবেশ (একাদশ ও দ্বাদশ শ্রেণী)

আজ সকাল ১০.০০ ঘটিকায় কলেজ শাখার অভিভাবক সমাবেশ কলেজের সুরমা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকল শ্রেনিশিক্ষক ও অভিভাবকদের মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশে মতবিনিময় করা হয়। প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে অবদান রাখবে, ইনশাআল্লাহ।
উপস্থিত সবাইকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।


সমাজ বিজ্ঞান বিষয়ের প্রভাষক জনাব মৌমিতা রায়ের বিদায় সংবর্ধনা

বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এর কলেজ শাখার সমাজ বিজ্ঞান বিষয়ের প্রভাষক জনাব মৌমিতা রায়ের বিদায় সংবর্ধনা আজ বেলা ২ টায় অনুষ্ঠিত হয় অত্র প্রতিষ্ঠানের সুরমা মিলনায়তনে। উল্লেখ্য যে, জনাব মৌমিতা রায় নিজ পরিবারের সাথে বসবাসের উদ্দেশ্যে আগামী ২৫/০৮/২০২৪ খ্রি. তারিখে আমেরিকায় গমন করবেন, যার কারণে তিনি গত ০৮/০৮/২০২৪ তারিখে স্বেচ্ছায় চাকুরী থেকে অব্যাহতি গ্রহণ করেন। প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে তাঁকে বিদায় জানানো হয় এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।


২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম।

সত্য শুভ্র পথে সফল হোক তব অভিযান,
নবসূর্যে আলোকিত হও হে বিজিপিএসসিয়ান ।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) জনাব মো: এনায়েতুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ।


বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ বৃক্ষরোপন কর্মসূচি – ২০২৪ পালন

আজ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ বৃক্ষরোপন কর্মসূচি – ২০২৪ পালন করা হয়। প্রধান অতিথি কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী বিজিবিএম ,চেয়ারম্যান, গভর্নিং বডি ও সেক্টর কমান্ডার বিজিবি সিলেট মহোদয় চারা গাছ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ কার্যক্রমে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীসহ সবাই অংশগ্রহণ করেন।
এছাড়াও প্রধান অতিথি প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় সংস্কারসহ ভৌত অবকাঠামো উন্নয়নে অধ্যক্ষকে পরামর্শ প্রদান করেন।


বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর একাদশ শ্রেণির ক্লাস পার্টি জাঁকজমকপূর্ণ পরিবেশে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর একাদশ শ্রেণির ক্লাস পার্টি জাঁকজমকপূর্ণ পরিবেশে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। শ্রেণি শিক্ষকগণের সুন্দর ব্যবস্থাপনা এবং উইং কো অর্ডিনেটর সহ সকল শিক্ষকের সার্বিক সহযোগিতায় ক্লাস পার্টির সকল কার্যক্রম সফলভাবে সমাপ্তি হয়।


১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস। বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন

আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস। বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।
প্রতিষ্ঠানের সুরমা মিলনায়তনে সকাল ১০. ০০ ঘটিকায় কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে ঐতিহাসিক ‘মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা শুরু করা হয় ।
আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষার্থী ফাতেহা বিনতে আহসান, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জনাব মো. ইয়াসিন, সহকারি শিক্ষক ; জনাব স্বপন কান্তি শর্মা, সিনিয়র শিক্ষক ;জনাব আরজান আলী, সিনিয়র শিক্ষক ; জনাব আব্দুল মালিক, প্রভাষক (অর্থনীতি) এবং মো. এনায়াতুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
সকলের বক্তব্যের মধ্য দিয়ে মুজিব নগর সরকার, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতার সঠিক চিত্র তুলে ধরা হয়।
পরিশেষে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা মুজিব নগর সরকারের সদস্য ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে মোনাজাত পরিবেশন করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক জনাব. ফয়জুর রহমান।
সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব গোলাম কিবরিয়া, সহকারি শিক্ষক


যথাযোগ্য মর্যাদায় বাঙ্গালির সার্বজনীন উৎসব ‘১লা বৈশাখ’ ১৪৩১ বাংলা উদযাপন

বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ যথাযোগ্য মর্যাদায় বাঙ্গালির সার্বজনীন উৎসব ‘১লা বৈশাখ’ ১৪৩১ বাংলা উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী বের হয়।
সকাল ৯.৩০ ঘটিকায় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‍্যালী সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠান ক্যাম্পাস থেকে স্কুল গেইট দিয়ে বের হয়ে মাউন্ট এডোরা, আখালিয়া ঘুরে বিজিবি ৪৮ গেইট দিয়ে সেক্টরের ভিতরে প্রবেশ করে। এ সময় র‍্যালীতে অংশগ্রহণ করেন কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম, চেয়ারম্যান গভর্নিং বডি ও সেক্টর কমান্ডার বিজিবি সিলেট মহোদয়, কো চেয়ারম্যান গভর্নিং বডি ও অধিনায়ক ১৯ বিজিবি এবং অভিভাবক সদস্য গভর্নিং বডি ও অধিনায়ক ৪৮ বিজিবি।
শোভাযাত্রা শেষে শিক্ষক শিক্ষার্থীসহ সকলেই বিজিবি’র মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত বৈশাখি মেলায় অংশগ্রহণ করেন এবং দিনটি উপভোগ করেন।


বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এর সাফল্য

বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এর সাফল্য।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে সিলেট জেলা ক্রীড়াসংস্থা আয়োজিত জাতীয় প্রতিযোগিতায় বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট অংশগ্রহণ করে সিনিয়র গ্রপে ১০০ মিটার দৌড়ে ১ম স্থান অর্জন করে ১০ম শ্রেণির শিক্ষার্থী ওমর ফারুক তালুকদার,
একই ইভেন্টে জুনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করে শিফা বেগম ৮ম শ্রেণি এবং ২য় স্থান অর্জনকারী পাপিয়া ও আবুবকর ৮ম শ্রেণি।
এছাড়াও কাবাডি দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
বিজয়ী শিক্ষার্থীরা আজ সকাল ১০ ঘটিকায় জেলা স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মহোদয়ের নিকট থেকে পুরষ্কার গ্রহণ করে।
এ আনন্দের খবর শুনে প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান ও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী মহোদয়
বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং স্থানীয় পর্যায়ের সকল প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের জন্য উৎসাহ প্রদান করেন।
এছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানের সুরমা মিলনায়তনে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে জাতীয় দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়


যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন

বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র ভৌমিক। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। এছাড়াও শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীগণ গণহত্যা দিবসের উপর আলোচনায় অংশ নেন।


যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন

আজ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান গভর্নিং বডি ও সেক্টর কমান্ডার বিজিবি সিলেট। কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মহোদয়।
প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন


ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ শিক্ষার্থীদের মধ্যে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়


আজ ২১শে ফেব্রুয়ারি, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।

সকাল ৯.০০ ঘটিকায় শিক্ষক শিক্ষিকা,শিক্ষার্থী সমন্বয়ে প্রভাতফেরি কলেজ গেইট থেকে বের হয়ে আখালিয়া প্রদক্ষিণ করে বিজিবি ৪৮ গেইট দিয়ে সেক্টর প্রবেশ করে পুনরায় প্রতিষ্ঠান ক্যাম্পাসে ফিরে আসে ।
সকাল ১০.০০ ঘটিকায় প্রধান অতিথি কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান গভর্নিং বডি ও সেক্টর কমান্ডার বিজিবি সিলেট এবং বিশেষ অতিথি লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী কো চেয়ারম্যান গভর্নিং বডি ও অধিনায়ক ১৯ বিজিবি মহোদয়ের উপস্থিতিতে শহীদ মিনারের বেদীতে শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
তারপর একে একে সকল হাউস মাষ্টারের নেতৃত্বে ৪টি হাউস, বয়েজ ও গার্লস গাইড এবং বিএনসিসি কর্তৃক পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে বাংলা ভাষার তাৎপর্য নিয়ে বলেন এবং এ ধরনের সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীবৃন্দ, উপস্থাপিকা ও প্রশিক্ষক শিক্ষকদেরকে পুরষ্কার প্রদান করেন।


আন্ত: হাউজ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৪ উদযাপন

গতকাল ১২/০২/২০২৪ খ্রি. রোজ সোমবার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এর আন্ত: হাউজ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৪ উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, সেক্টর কমান্ডার বিজিবি সিলেট ও চেয়ারম্যান গভর্নিং বডি মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার মহোদয়ের সহধর্মিণী, কো চেয়ারম্যান গভর্নিং বডি ও অধিনায়ক ১৯ বিজিবি মহোদয়, অভিভাবক সদস্য, গভর্নিং বডি ও অধিনায়ক ৪৮ বিজিবি মহোদয়, সম্মানিত অতিথি, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
পরিশেষে প্রধান অতিথি সকলকে ধন্যবাদ জানিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং সুন্দর ও চমৎকার অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ভুয়সী প্রশংসা করেন


বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে দিন ব্যাপী আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন


বর্নাঢ্য আয়োজনে বই বিতরণ উৎসব উদযাপন

আজ ১লা জানুয়ারি ২০২৪-
বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ বর্নাঢ্য আয়োজনে বই বিতরণ উৎসব উদযাপন করা হয়।
বেলুন উড়িয়ে এবং শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি +, চেয়ারম্যান, গভর্নিং বডি ও সেক্টর কমান্ডার বিজিবি, সিলেট মহোদয় । এছাড়াও বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির কো চেয়ারম্যান লে. কর্নেল আসাদুন্নবী পিএসসি, অধিনায়ক ১৯ বিজিবি, অভিভাবক সদস্য লে. কর্নেল মোনতাসির মামুন, অধিনায়ক ৪৮ বিজিবি, প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।


বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস – ২০২৩ উদযাপন

বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস – ২০২৩ উদযাপন করা হয়।
সকাল ৯.৩০ ঘটিকায় আন্তহাউজ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি জি +, চেয়ারম্যান গভর্নিং বডি মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন অধিনায়ক ১৯ বিজিবি, অধিনায়ক ৪৮ বিজিবি মহোদয় সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা – কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
সকাল ১১.০০ ঘটিকা থেকে শুরু হয় বীর মুক্তিযোদ্ধার কণ্ঠে স্মৃতি চারণ, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
এ ছাড়াও শিক্ষকদের প্রীতি ফুটবল ম্যাচ এবং শিক্ষিকাদের মোমবাতি প্রজ্জ্বলন দৌড়। ঝাকজমকপূর্ণ কর্মসূচি ও আনন্দঘন পরিবেশে আজকের দিনটি উদযাপিত হয়।


১৪ ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন


‘শেখ রাসেল দিবস ২০২৩’ উদ্‌যাপন

১৮ অক্টোবর “শেখ রাসেল দিবস ২০২৩” যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়। শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠান চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের পরিচালনায় প্রাথমিক শাখার সকল শিক্ষার্থীসহ অন্যান্য সকল শ্রেণীর খুদে শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম,পিএসসি, জি+
উপ মহাপরিচালক
সেক্টর কমান্ডার সিলেট
ও সভাপতি গভর্নিং বডি
বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট।
অনুষ্ঠানের শুরুতে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বর্ণাঢ্য র‍্যালি, শেখ রাসেল দেয়ালিকা পরিদর্শন, গাছের চারা রোপন সহ সকল কার্যক্রম এর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। পরিশেষে, প্রধান অতিথি নির্ভীক দুরন্ত দুর্জয় শেখ রাসেলের স্বপ্নের কথা শিশু শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেন। তিনি তার বক্তব্যে সকল শিক্ষার্থীদের সুশৃংখলভাবে জীবন গঠনের জন্য ও পড়ালেখায় আরো মনোযোগী হতে উৎসাহিত করেন।


“জাতীয় শোক দিবস” যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি +, উপমহাপরিচালক সেক্টর কমান্ডার বিজিবি সিলেট সেক্টর
ও চেয়ারম্যান গভর্নিং বডি, বিজিপিএসসি, সিলেট।


মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

৩০/০৭/২০২৩ খ্রি. তারিখ রোজ রবিবার বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট এ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। মাদকদ্রব্যের অপব্যবহার ও এর কুফল সম্পর্কিত প্লেকার্ড নিয়ে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। সকাল ৮:৩০ ঘটিকায় উক্ত দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি+ চেয়ারম্যান, গভর্নিং বডি ও সেক্টর কমান্ডার বিজিবি, সিলেট মহোদয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারি প্রধান শিক্ষিকা সহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিষয়টির উপর শিক্ষার্থীদের মধ্যে দুটি গ্রুপে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। ক গ্রুপে ১ম স্থান ৮ম শ্রেণির শিক্ষার্থী রাহনুমা তাব্বাচ্ছুম মাইশা, ২য় স্থান ৭ম শ্রেণির শিক্ষার্থী প্রিয়ন্তি দাশ প্রান্তি এবং ৩য় স্থান অর্জন করে ৯ম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া ইসলাম তোহফা; খ গ্রুপে ১ম স্থান একাদশ শ্রেণির শিক্ষার্থী বৈশাখী সূত্রধর, ২য় স্থান একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ইয়াছমিন ঊর্মি এবং ৩য় স্থান অর্জন করে একাদশ শ্রেণির শিক্ষার্থী সানজুমা আক্তার।
সবশেষে প্রধান অতিথি সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের উদ্দ্যেশে মাদকদ্রব্যের অপব্যবহার এবং এর খারাপ দিক উল্লেখ করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং এ ধরণের একটি সুন্দর আয়োজনের জন্য প্রতিষ্ঠানের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন


ডেঙ্গু বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং মশক নিধন কর্মসূচি ও র‌্যালী অনুষ্ঠিত-২০২৩

১৯/০৭/২০২৩ খ্রি. তারিখ রোজ বুধবার বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট এ ডেঙ্গু বিস্তার রোধে সচেতনতামূলক র‌্যালী এবং মশক নিধন কর্মসূচি পালন করা হয়। সকাল ৯:০০ ঘটিকায় উক্ত কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসি, জি+ চেয়ারম্যান, গভর্নিং বডি ও সেক্টর কমান্ডার বিজিবি, সিলেট মহোদয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মোঃ আইয়ুব খান (অব:) উপাধ্যক্ষ মোঃ এনায়াতুর রহমান, সহকারি প্রধান শিক্ষক তাহমিনা সুলতানাসহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
ডেঙ্গু বিস্তার রোধে ফুলের টব, ড্রেনসহ বিভিন্ন জায়গায় কীটনাশক স্প্রে এবং প্রতিষ্ঠান আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল শিক্ষার্থী, বিএনসিসি, বয়েজ স্কাউট ও গার্লস্ গাইড।
সবশেষে প্রধান অতিথি সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের উদ্দ্যেশে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং এ ধরণের একটি সুন্দর আয়োজনের জন্য সকল শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন- ২০২৩

আজ ২৬ শে মার্চ!!মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন- ২০২৩।
স্বাধীনতা সংগ্রামের সেই সকল আত্মত্যাগী মানুষদের জানাই বিনম্র শ্রদ্ধা।
শহীদদের স্মরণে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজিত হলো আজকের এই মহান দিবস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় মেজর মোঃ আইয়ুব খান (অবঃ)।


এসএসসি পরীক্ষার্থী-২০২৩ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় গত ২১/০৩/২০২৩ খ্রিস্টাব্দ তারিখে।


২৫ ই মার্চ গণহত্যা দিবস পালিত।

২৫ ই মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হরিপদ তালুকদার । আরো উপস্থিত ছিলেন সম্মানিত অধ্যক্ষ মহোদয়, শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীগণ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হরিপদ তালুকদার মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঘটনাসহ ২৫ মার্চের কালরাত্রির ভয়াবহতা  বর্ননা করেন।


এসএসসি পরীক্ষার্থী-২০২৩ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় গত ২১/০৩/২০২৩ খ্রিস্টাব্দ তারিখে।


বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশুদিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন

বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশুদিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল জি এইচ এম সেলিম হাসান বিজিবিএম পিএসসি জি + চেয়ারম্যান, গভর্নিংবডি ও সেক্টর কমান্ডার বিজিবি, সিলেট।
কোরআান তেলাওয়াত ও অধ্যক্ষ মহোদয়ের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে চূড়ান্ত পর্ব শুরু হয়।
চিত্রাংকন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক ১৯ বিজিবি ও কো-চেয়ারম্যান এবং জিএসও২, সমন্বয়কারী অফিসার, গভর্নিং বডি।
সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করা হয়।

ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন

অত্র প্রতিষ্ঠানে ৭ মার্চ ঐতিহাসিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শিক্ষার্থীদের মধ্যে ৭ই
মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং অভিভাবক ও শিক্ষকবৃন্দ তাদের
বক্তব্যে ৭ মার্চের ভাষণের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
সবশেষে অধ্যক্ষ মহোদয় ৭ মার্চের ভাষণের তাৎপর্য ও নির্দেশনামূলক
গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।


মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রভাতফেরি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির চেয়ারম্যান কর্নেল জি এইচ এম সেলিম হাসান বিজিবিএম পিএসসি জি + মহোদয়।


তুরস্ক ও সিরিয়ায় প্রলয়ংকরী ভূমিকম্পে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন

অধ্য ০৯/০২/২০২৩ তারিখে তুরস্ক ও সিরিয়ায় প্রলয়ংকরী ভূমিকম্পে নিহতদের স্মরণে আমাদের প্রতিষ্ঠানেও রাষ্ট্রীয় শোক পালন করা হয়। বিশেষ মোনাজাতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।


শিক্ষা সফর ২০২৩

গত ২২ ও ২৪ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে অত্র প্রতিষ্ঠানের স্কুল শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা শিক্ষা সফরে অত্যন্ত আনন্দ উপভোগ করে এবং নিরাপদে সবাই বাড়ি ফিরে।
আলহামদুলিল্লাহ।
সকল দায়িত্বশীল সম্মানিত শিক্ষকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ।


বই বিতরণ উৎসব ২০২৩

বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ আজ অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে নতুন বছরের বই বিতরণ উতসব উদযাপন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির কো-চেয়ারম্যান লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী পিএসসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক ৪৮ বিজিবি, সিলেট। এছাড়াও অভিভাবক, শিক্ষক শিক্ষার্থীর মিলন মেলায় নব বর্ষের আনন্দে বই বিতরণের কাজ সুসম্পন্ন হয়।


মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্গন, রচনা ,কবিতা পাঠ প্রতিযোগিতা আলোচনা সভা ও দোয়া মাহফিল

মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্গন, রচনা ও কবিতা পাঠ প্রতিযোগিতা এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অঞ্জিত রায়। আরো উপস্থিত ছিলেন সম্মানিত অধ্যক্ষ মহোদয়, শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীগণ।


কেজি শ্রেণির লটারি কার্যক্রম এবং শহিদ বুদ্ধিজীবি দিবস


শিক্ষা সফর ২০২২


সিলেট জেলা প্রশাসন আয়োজিত দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহণ।

ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২
সিলেট জেলা প্রশাসন আয়োজিত দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহণ করেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এর শিক্ষার্থীগণ। অনুষ্ঠানের সভাপতি জনাব মুহাম্মদ মজিবুর রহমান স্যার, (জেলা প্রশাসক সিলেট) এবং বিশেষ অতিথি মিজ নাহিদ সুলতানা মল্লিক স্যার ( যুগ্ম প্রকল্প পরিচালক এটুআই) বিজিপিএসসির স্টল পরিদর্শন করেন স্যাররা দীর্ঘসময় উদ্ভাবন গুলো দেখেন এবং উপভোগ করেন। প্রোগ্রামে আগত সকল দর্শনার্থী বিজিপিএসসির স্টল পরিদর্শন করেন এবং উদ্ভাবনগুলোর প্রশংসা করেন।

বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এর ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্কুল শাখার ক্লাস পার্টি-২০২২

বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এর ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্কুল শাখার ক্লাস পার্টি-২০২২ এক আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন – এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির চেয়ারম্যান কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি জি+ মহোদয় এবং গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী। স্যার ক্লাস পার্টিও ভিজিট করেন এবং ক্ষুদে শিক্ষার্থীদের সাথে আনন্দ বিনিময় করেন। স্যারদের উপস্থিতিতে দিনটি ছিল অত্যন্ত আনন্দের ও উপভোগ্য।
মো. এনায়াতুর রহমান
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক


শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ২০২২

আজ ১৭ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ, বিজিবি সেক্টর এর পরিচালনায় বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা
করা হয় এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়


প্রাতকালীন সমাবেশ ২০২২


ক্লাস পার্টি মাধ্যমিক শাখা


নানা আয়োজনে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উদযাপন

আজ ১৮ অক্টোবর শেখ রাসেল এর জন্মদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়: কর্মসূচির মধ্যে ছিল চিত্রাংকন প্রতিযোগিতা,
রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, বৃক্ষরোপন ইত্যাদি


আন্ত:হাউজ দেয়ালিকা প্রতিযোগিতা ২০২২ উদযাপন এবং চ্যাম্পিয়ন ও রার্নাস আপ হাউজ নির্বাচন ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান

অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে সকাল ৯ ঘটিকায় অত্র প্রতিষ্ঠানের আন্ত:হাউজ বার্ষিক দেয়ালিকা প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে গর্ভনিং বডির চেয়ারম্যান ও মাননীয় সেক্টর কমান্ডার বিজিবি সিলেট কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম,পিএসসি, জি+ উপস্থিত ছিলেন এবং চ্যাম্পিয়ন ও রার্নাসআপ হাউজের শিক্ষার্থীদের হাতে ট্রপি তুলে দেন। এছাড়াও বিভিন্ন হাউজের সংশ্লিষ্ট শিক্ষার্থী ও হাউজ মাস্টারগণকে পুরষ্কার প্রদান করেন।


এইচএসসি পরিক্ষার্থী ২০২২ এর ক্লাস পার্টি উদযাপন

এইচএসসি ২০২২ শিক্ষার্থীদের সমাপনী ক্লাসে শাখা ভিত্তিক ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান জনাব মো: এনায়াতুর রহমান এবং কলেজ শাখার সম্মানিত শিক্ষকবৃন্দ।


বৃক্ষ রোপন কর্মসূচি – ২০২২ এর শুভ উদ্বোধন

অদ্য (২৭.০৭.২০২২) সকাল ১০ ঘটিকায় বিজিপিএসসি এর প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচি – ২০২২ এর শুভ উদ্বোধন করেন কর্নেল জি এইচ এম সেলিম হাসান বিজিবিএম, পিএসসি জি +, চেয়ারম্যান, গভর্নিং বডি ও সেক্টর কমান্ডার বিজিবি, সিলেট এবং সাথে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক -শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।