Sports Activities

আন্ত:সেকশন ফুটবল ও ক্যারম প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ আজ আন্ত:সেকশন ফুটবল ও ক্যারম প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় কলেজ মাঠে। সকাল ১০.৩০ এ অনুষ্ঠিত হয় স্কুল শাখার ৯ম ও ১০ম শ্রেণির আকর্ষণীয় ফুটবল ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয় নবম (খ) রানার্স আপ হয় দশম (ক) এবং দুপুর ১২.৩০ এ অনুষ্ঠিত হয় একাদশ (খ) বনাম একাদশ (ঘ) এর মধ্যকার ফাইনাল ফুটবল প্রতিযোগিতা। এই ম্যাচের চ্যাম্পিয়ন হয় একাদশ (ঘ), রানার্সআপ হয় একাদশ (খ)
২য় ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল খন্দকার আসাদুন্নবী, কো চেয়ারম্যান, গভর্নিং বডি ও অধিনায়ক ১৯ বিজিবি সিলেট এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর গাজী মো. সালাউদ্দিন, সমন্বয় কারী অফিসার গভর্নিং বডি ও জি, এসও২, অতিরিক্ত পরিচালক অপস্ মহোদয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথি খেলা উপভোগ করেন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে খেলাধুলার সমাপ্তি ঘোষণা করেন।


মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা




বার্ষিক আয়োজন/অনুষ্ঠান সমূহ :

(১) আন্ত: হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
(২) বার্ষিক ঈদ-ই-মিলাদুন্নবী ও দোয়া মাহফিল
(৩) আন্ত: হাউস বার্ষিক ক্রিকেট প্রতিযোগিতা
(৪) আন্ত: হাউস বার্ষিক হ্যান্ডবল প্রতিযোগিতা
(৫) আন্ত: হাউস বার্ষিক ফুটবল প্রতিযোগিতা
(৬) আন্ত: হাউস ব্যাডমিন্টন প্রতিযোগিতা
(৭) আন্ত: হাউস বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান
(৮) আন্ত: হাউস বার্ষিক বিজ্ঞান মেলা
(৯) আন্ত: হাউস বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা
(১০) আন্ত:হাউস বার্ষিক হামদ- নাত ও ক্বেরাত প্রতিযোগিতা

এছাড়া বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।