এক নজরে বিজিপিএসসি
১। প্রতিষ্ঠাকাল: : ০৬ জুন, ১৯৯৩ খ্রিস্টাব্দ।
২। একাডেমিক কার্যক্রম শুরু: ০১ জানুয়ারি, ১৯৯৪ খ্রিস্টাব্দ।
৩। নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে :
ক) প্রাথমিক অনুমোদন: ০১ জানুয়ারি ১৯৯৪ খ্রিস্টাব্দ
খ) একাডেমিক স্বীকৃতি: ০১ জানুয়ারি ১৯৯৪ খ্রিস্টাব্দ
গ) এসএসসি পরীক্ষায় প্রথম অংশ গ্রহণ: ১৯৯৭ খ্রিস্টাব্দ [শিক্ষার্থীর সংখ্যা মোট : ২৭ জন]
ঘ) এমপিওভূক্তির তারিখ: ০১ এপ্রিল ১৯৯৯ খ্রিস্টাব্দ
৪। উচ্চ মাধ্যমিক (কলেজ শাখা) হিসেবে :
ক) পাঠদানের অনুমোদন (শিক্ষামন্ত্রণালয়): ১১ জুন ২০১২ খ্রিস্টাব্দ
খ) প্রাথমিক অনুমোদন (সিলেট শিক্ষাবোর্ড) : ১৩ জুন ২০১২ খ্রিস্টাব্দ
গ) একাডেমিক স্বীকৃতি: ০১ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ
ঘ) একাডেমিক কার্যক্রম শুরু: ০১ জুলাই ২০১২ খ্রিস্টাব্দ
ঙ) এইচএসসি পরীক্ষায় প্রথম অংশগ্রহণ: ২০১৪ খ্রিস্টাব্দ [শিক্ষার্থীর সংখ্যা মোট : ৬১ জন]
৫। প্রতিষ্ঠানের জমির পরিমাণ:
ক) স্কুল শাখার জমি: ১.৫ একর (১৫০ শতাংশ)
খ) কলেজ শাখার জমি: ২.১৭৪ একর (২১৭.৪০ শতাংশ)
৬। প্রতিষ্ঠানের ভবন ও কক্ষ সমূহের বিবরণ :
ক) ভবনের সংখ্যা : ১০টি। ঝ) শৌচাগার (শিক্ষার্থী) : ৩০টি।
খ) গেইট : ০৩টি। ঞ) শৌচাগার (শিক্ষক, অভিভাবক, প্রশাসনিক ভবন): ২০টি
গ) শ্রেণি কক্ষ (স্কুল শাখা) : ৩৯টি। ট) মসজিদ : ০১টি
ঘ) শ্রেণি কক্ষ (কলেজ শাখা) : ১০টি। ঠ) শহীদ মিনার : ০১টি
ঙ) বিজ্ঞানাগার : ০২টি। ড) ছাত্রী মিলনায়তন : ০২টি
চ) শিক্ষক মিলনায়তন : ০৩টি। ঢ) অভিভাবক শেড : ০১টি
ছ) কম্পিউটার ল্যাব : ০৩টি। ণ) পার্কিং/সাইকেল স্ট্যান্ড : ০১টি
জ) লাইব্রেরি/পাঠাগার : ০১টি। ত) ক্যান্টিন : ০১টি
থ) ০৪ তলা ভিত বিশিষ্ট প্রশাসনিক ভবন : ০১টি
প্রতিষ্ঠানের বিশেষত্ব
- বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট (বিজিপিএসসি)
- বিজিবি’র সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত।
- রাজনীতি ও ধূমপান মুক্ত সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ।
- পরিচ্ছন্ন, সুসজ্জিত ক্লাসরুম ও বিশেষ কয়েকটি কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত ।
- বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষার্থীদের হাজিরা নিশ্চিত করা।
- সুপরিসর খেলার মাঠ।
- সমৃদ্ধ ও শীতাতপ নিয়ন্ত্রিত গ্রন্থাগার।
- প্রজেক্টরের মাধ্যমে পাঠদান।
- অনুপস্থিতির ক্ষেত্রে শিক্ষার্থীর অভিভাবকদের এসএমএস এর মাধ্যমে নিয়মিত অবহিতকরণ।
- এডুকেশন সফটওয়্যার ম্যানেজমেন্টের মাধ্যমে রেজাল্ট প্রস্তুতকরণ।
- পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ।
- সহ-পাঠ্যক্রমিক/ক্লাব কার্যক্রম।
- সার্বক্ষণিক ডাক্তার/চিকিৎসা সেবা।
- অত্যাধুনিক বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব।
- পাবলিক পরীক্ষায় ধারাবাহিক সাফল্য।
- বিজিবি সিলেট’র সহযোগিতায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিষ্ঠান এলাকা সিসি
ক্যামেরার আওতাধীন।