বিজিপিএসসি, সিলেটে স্বাগতম

বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, পূণ্যভূমি সিলেট এ বিজিবি সেক্টর সদর দপ্তর, আখালিয়ায় অবস্থিত এবং বিজিবি সিলেট’র প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। সবুজ শ্যামল ছায়াঘেরা, নিরাপদ ও মনোরম পরিবেশ, কোলাহল মুক্ত প্রশান্ত তপোবনের মত আমাদের এ প্রতিষ্ঠান। সুষ্ঠু জ্ঞানার্জন ও উন্নত শিক্ষা পদ্ধতি সর্বোপরি আদর্শ মানুষ গড়ার এক অনন্য বিদ্যাপীঠ। ১৯৯৩ সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশ রাইফেল্স স্কুল, সিলেট নামে জুনিয়র স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয় । পরবর্তীতে এটি ২০১১ সালের ২৩ জানুয়ারি বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট নামে নামকরণ করা হয়। প্রতিষ্ঠানটি বর্তমানে কেজি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করে থাকে বর্তমান শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ৩৫০০ প্রতিষ্ঠানটি সকল পাবলিক পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। পড়ালেখা, ফলাফল, খেলাধুলা ও অন্যান্য সহ-পাঠ্যক্রমিক কার্যাবলি এবং বিভিন্ন প্রতিযোগিতায় অর্জিত ফলাফলের ভিত্তিতে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট বিভাগ তথা দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্থান করে নিয়েছে। এখানকার শিক্ষক-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে ইতোমধ্যে প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করেছে।


Message From Chairman
Read Message

Message From Co Chairmann

Message From Principal
Read Message Read Message