শিক্ষার্থীদের প্রতি নির্দেশ
১। প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্মে কলেজে আসতে হবে।
২। প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ পরিচয়পত্র ইউনিফর্মের সঙ্গে পরিধান করতে হবে।
৩ । পূর্বানুমতি ব্যতীত কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকলে, উপযুক্ত কারণসহ অভিভাবকের স্বাক্ষর সংবলিত আবেদনপত্র ০৩ দিনের মধ্যে শ্রেণি শিক্ষকের নিকট জমা দিতে হবে।
৪। অত্র শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের উন্নতিকল্পে এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য দায়িত্ববান হতে হবে।
৫ । নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে এবং শ্রেণির শৃঙ্খলা বজায় রাখতে হবে।
৬। সকল শিক্ষার্থীকে সকাল ৮:১৫ ঘটিকার মধ্যে গেইটেরে ভিতর / ক্যাম্পাসে প্রবেশ করতে হবে, উক্ত সময়ে প্রতিষ্ঠানের সকল গেইট বন্ধ হয়ে যাবে এবং ছুটির সময় ব্যতিত গেইট খোলা হবে না / বাইরে যাওয়ার সুযোগ থাকবে না।
৭। প্রতিষ্ঠান ছুটির পূর্বে অভিভাবক ছাড়া কোন শিক্ষার্থীকে প্রতিষ্ঠান ত্যাগের অনুমতি দেওয়া হবে না।
৮। প্রতিষ্ঠানের ক্যাফেটেরিয়া থেকে টিফিন ক্রয় করা যাবে, তবে ছাত্র/ছাত্রী ইচ্ছাপোষন করলে নিজ বাড়ি হইতে টিফিন বহন করতে পারবে।
৯। সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে প্রাণবন্ত থাকতে হবে।
১০। শ্রেণিকক্ষে টিফিনের অবশিষ্টাংশ, পেন্সিল কাটার অবশিষ্টাংশ বা কোন প্রকার ছেঁড়া কাগজপত্র ফেলা যাবে না।
১১। সর্বদা নিজ নিজ আসন ও শ্রেণিকক্ষ / প্রতিষ্ঠানের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
১২। প্রতিষ্ঠানের কোন সম্পদ কোন শিক্ষার্থী নষ্ট করলে তার ক্ষতিপূরণ দিতে হবে।
১৩| শিক্ষার্থীর সমাবেশে যোগদান বাধ্যতামূলক।
১৪। টিফিন শেষে ওয়ার্নিং বেল পড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করতে হবে।
১৫। কোন শিক্ষার্থী ১ম ঘন্টায় ও টিফিনের পরের এবং শেষ ঘন্টায় শ্রেণি কক্ষের বাইরে যেতে পারবে না। তবে অন্যান্য ঘন্টায় শিক্ষকের অনুমতি সাপেক্ষে নিতান্ত প্রয়োজনে একজন শিক্ষার্থী একবার বাইরে যেতে পারবে।
১৬। অকারণে কোন শিক্ষার্থী বারান্দায় চলাচল করতে পারবে না।
১৭। কোন শিক্ষার্থী কোন কারণে অসুস্থ থাকলে ঐদিন প্রতিষ্ঠানে আসার প্রয়োজন নেই। তবে সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী দিন অভিভাবকের স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র সহ ক্লাসে আসতে হবে।
১৮। কোন শিক্ষার্থী শৃঙ্খলা বিরোধী কোন কাজে লিপ্ত হলে তাৎক্ষণিকভাবে তাকে যথোচিত শাস্তি ভোগ করতেহবে। শিক্ষার্থীকে অবসরে লাইব্রেরী ওয়ার্ক করতে হবে।
১৯ । শিক্ষার্থীরা মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক দ্রব্যাদি প্রতিষ্ঠানে আনতে পারবে না।
২০। পরীক্ষায় অসদুপায় অবলম্বন অমার্জনীয় অপরাধ, এরুপ অপরাধের জন্য শিক্ষার্থীরকে বহিস্কার করা হবে।
২১। স্কুল পালালে প্রতিদিনের জন্য ১০০/= (একশত) টাকা হারে জরিমানা আদায় করা হবে।
২২। প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অবগত না করে বিনা কারণে মাসে ১০ দিন অনুপস্থিত থাকলে তার নাম হাজিরা খাতা থেকে কাটা যাবে। কোন শিক্ষার্থী পুনঃভর্তি হতে চাইলে নূন্যতম এক মাসের টিউশন ফি এর সমপরিমাণ টাকা পুনঃভর্তি ফি হিসেবে প্রদান করতে হবে। একজন শিক্ষার্থী বৎসরে এ ধরনের পুনঃভর্তির সুযোগ কেবলমাত্রএকবার পাবে।
২৩। কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তিন দিনের মধ্যে ছুটি অনুমোদনের জন্য অধ্যক্ষের বরাবর দরখাস্ত দাখিল করতে হবে। অন্যথায় প্রতিদিনের অননুমোদিত অনুপস্থিতির জন্য ৫০/= (পঞ্চাশ) টাকা হারে জরিমানা আদায় করা হবে।