বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশুদিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল জি এইচ এম সেলিম হাসান বিজিবিএম পিএসসি জি + চেয়ারম্যান, গভর্নিংবডি ও সেক্টর কমান্ডার বিজিবি, সিলেট।
কোরআান তেলাওয়াত ও অধ্যক্ষ মহোদয়ের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে চূড়ান্ত পর্ব শুরু হয়।
চিত্রাংকন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক ১৯ বিজিবি ও কো-চেয়ারম্যান এবং জিএসও২, সমন্বয়কারী অফিসার, গভর্নিং বডি।
সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করা হয়।