বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ বাস সার্ভিস চালু

গত ১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ থেকে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপদে
ও সঠিক সময়ে প্রতিষ্ঠানে আসা যাওয়ার জন্য গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী
প্রাথমিকভাবে দুটি রুটে দুটি বাস চালু করা হয়েছে। পরবর্তীতে শিক্ষার্থীদের
চাহিদার উপর ভিত্তি করে আরও বিভিন্ন রুটে বাস চালু করার সিদ্ধান্ত রয়েছে।
বর্তমান রুট সমূহ:
রুট- ১: মেজরটিলা – টিলাগড় – শাহী ঈদগাহ – আম্বরখানা – জালালাবাদ –
সুবিদবাজার- মদিনা মার্কেট- কলেজ।
রুট-২: হুমায়ুন চত্বর – উপশহর রোজভিউ পয়েন্ট- সুবহানিঘাট – নাইওরপুল –
মীরবক্সটুলা – চৌহাট্টা – মেডিকেল – বাগবাড়ি – মদিনা মার্কেট- কলেজ।
সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কাম্য।