আজ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেটে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন মেজর মোঃ আইয়ুব খান (অবঃ) নবনিযুক্ত অধ্যক্ষ স্যারকে দায়িত্ব হস্তান্তর করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় মোঃ এনায়াতুর রহমান স্যার। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত অধ্যক্ষ স্যার প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। নবনিযুক্ত অধ্যক্ষ স্যারের মঙ্গল কামনা করছি এবং স্যারের দিক নির্দেশনায় অত্র প্রতিষ্ঠান সাফল্যের সর্বোচ্চ শিখরে আরোহন করবে এই আশাবাদ ব্যক্ত করছি।