একাদশ শ্রেণীর ভর্তির নির্দেশনা

বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেটে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের নিম্নলিখিত কাগজপত্র এবং A4 সাইজের একটি খামসহ আগামি ২২ জানুয়ারি,২০২৩ থেকে ২৬ জানুয়ারি,২০২৩ সকাল -৯:০০মিনিট থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হলো।
ভর্তি ফি- বিজ্ঞান (ছেলে) -১৬০১০/- [একমাসের বেতন সহ] বিজ্ঞান (মেয়ে) -১৫৮১০/- [একমাসের বেতন সহ] মানবিক, ব্যবসায় শিক্ষা (ছেলে)-১৫৪১০ [একমাসের বেতন সহ] মানবিক, ব্যবসায় শিক্ষা (মেয়ে)-১৫২১০ [একমাসের বেতন সহ] মাসিক বেতন- বিজ্ঞান-১৮০০/- মানবিক-১৭০০/- ব্যবসায় শিক্ষা-১৭০০/-

বিস্তারিত তথ্যের জন্য- +880 1739-476629, +880 1710-933300, +880 1765-657521