গতকাল ১২/০২/২০২৪ খ্রি. রোজ সোমবার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এর আন্ত: হাউজ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৪ উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, সেক্টর কমান্ডার বিজিবি সিলেট ও চেয়ারম্যান গভর্নিং বডি মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার মহোদয়ের সহধর্মিণী, কো চেয়ারম্যান গভর্নিং বডি ও অধিনায়ক ১৯ বিজিবি মহোদয়, অভিভাবক সদস্য, গভর্নিং বডি ও অধিনায়ক ৪৮ বিজিবি মহোদয়, সম্মানিত অতিথি, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
পরিশেষে প্রধান অতিথি সকলকে ধন্যবাদ জানিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং সুন্দর ও চমৎকার অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ভুয়সী প্রশংসা করেন