আজ ২১শে ফেব্রুয়ারি, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।

সকাল ৯.০০ ঘটিকায় শিক্ষক শিক্ষিকা,শিক্ষার্থী সমন্বয়ে প্রভাতফেরি কলেজ গেইট থেকে বের হয়ে আখালিয়া প্রদক্ষিণ করে বিজিবি ৪৮ গেইট দিয়ে সেক্টর প্রবেশ করে পুনরায় প্রতিষ্ঠান ক্যাম্পাসে ফিরে আসে ।
সকাল ১০.০০ ঘটিকায় প্রধান অতিথি কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান গভর্নিং বডি ও সেক্টর কমান্ডার বিজিবি সিলেট এবং বিশেষ অতিথি লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী কো চেয়ারম্যান গভর্নিং বডি ও অধিনায়ক ১৯ বিজিবি মহোদয়ের উপস্থিতিতে শহীদ মিনারের বেদীতে শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
তারপর একে একে সকল হাউস মাষ্টারের নেতৃত্বে ৪টি হাউস, বয়েজ ও গার্লস গাইড এবং বিএনসিসি কর্তৃক পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে বাংলা ভাষার তাৎপর্য নিয়ে বলেন এবং এ ধরনের সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীবৃন্দ, উপস্থাপিকা ও প্রশিক্ষক শিক্ষকদেরকে পুরষ্কার প্রদান করেন।