লাইব্রেরি /পাঠাগার:

প্রতিষ্ঠানে ০১টি শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরি রয়েছে। এতে বর্তমানে ৩১০৭ খানা বই সংরক্ষিত আছে। নিয়োগপ্রাপ্ত একজন সহকারি লাইব্রেরিয়ানের দায়িত্বে পাঠাগারটি পরিচালিত হচ্ছে। নির্ধারিত রুটিন অনুসরণপূর্বক সদস্য কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা বই সংগ্রহ করে থাকে।