চেয়ারম্যান মহোদয়ের কিছু কথা
কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, সেক্টর কমান্ডার, বিজিবি সিলেট ও চেয়ারম্যান গভর্নিং বডি
বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট সেক্টর সদর দপ্তরের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ও পরিচালিত বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যা প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের জন্য ভবিষ্যৎ সুনাগরিক তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আধুনিক তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত শিক্ষাদানের মাধ্যমে বর্তমান প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার মহান ব্রত নিয়ে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।
এ প্রতিষ্টানের শিক্ষার্থীরা সঠিক জ্ঞান ও নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে দেশ ও জনগনের সেবক হিসেবে গড়ে উঠুক। বিজিপিএসসি’র শিক্ষার্থীরা হবে এদেশের কর্ণধার ও ভবিষ্যৎ নেতৃত্ব- এ আমার প্রত্যাশা।
আমি বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট’র উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি এবং বর্তমানে অর্জিত ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে আরো ভালো ফলাফল আশা করছি।
পরিশেষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য রইল আমার শুভ কামনা। পরম করুণাময় আল্লাহ আমাদের সকলের সহায় হউন-আমিন।