ন্যাশনাল কালচারাল ফেস্ট-২০২৩ এ বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেটের অবিস্মরণীয় সাফল্য।
বর্ডার গার্ড বাংলাদেশ-এর সদর দপ্তর পিলখানায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ-এর উদ্যোগে ১৪, ১৫ ও ১৬ মার্চ পিলখানার ৮টি ভেন্যুতে ১ম ন্যাশনাল কালচারাল ফেস্ট- ২০২৩ অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়। ১৪ মার্চ, ২০২৩ মঙ্গলবার সকাল ৯:০০ টায় তিনদিন ব্যাপী আয়োজিত ফেস্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশ- এর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজেদুর রহমান, বিজিবিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেঃ কর্নেল হাফেজ মোঃ জোনায়েদ আহাম্মদ, পিবিজিএমএস, এইসি, অধ্যক্ষ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ। উৎসব ভেন্যুগুলিতে তিন দিনব্যাপী দেশের ১০০ টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় হাজার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সংগীত, নৃত্য, আবৃত্তি, ধারাবাহিক গল্প বলা, উপস্থিত বক্তৃতা, অভিনয়, অলিম্পিয়াডসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী ও দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ফেস্টের বিভিন্ন ইভেন্টে বিচারক হিসেবে উপসিথত থাকছেন দেশের বরেণ্য শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। উক্ত ফেষ্টে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সাফল্য অর্জন করে। সর্বমোট ৪ টি ইভেন্টে তারা প্রথম স্থান অধিকার করে।
কালচারাল ফেস্ট ২০২৩ এর সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, বর্ডার গার্ড বাংলাদেশ-এর মাননীয় মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি।
১। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা – ২০২১
৮ম শ্রেণির শিক্ষার্থী জয়তি দাশ – জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার উভয় বিষয়ে জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করে।
২০১৯ সালের অর্জন
১। বিজয় ফুল তৈরি ও অন্যান্য প্রতিযোগিতা – ২০১৯ :
৩০ সেপ্টেম্বর থেকে ০৮ অক্টোবর ২০১৯ খ্রি: তারিখ সিলেট বিভাগীয় কমিশনার কর্তৃক আয়োজিত বিজয় ফুল তৈরি ও অন্যান্য প্রতিযোগিতায় বিজিপিএসসি’র ক গ্রুপের শিক্ষার্থীরা দেশাত্ববোধক সংগীতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করার গৌরব অর্জন করে ।
২। ৪র্থ এনডিএফ বিডি ডিভিশনাল ডিবেট ফেস্টিভ্যাল – ২০১৯ :
০৪ অক্টোবর ২০১৯ খ্রি: তারিখ সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ন্যাশনাল ডিবেট ফেডারেশন সিলেট জোন’র উদ্যোগে আয়োজিত ‘৪র্থ এনডিএফ বিডি ডিভিশনাল ডিবেট ফেস্টিভ্যাল – ২০১৯ এর চূড়ান্ত পর্বে বিজিপিএসসি’র সিনিয়র (কলেজ) টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
৩। বিজ্ঞান উৎসব ২০১৯:
০৭ সেপ্টেম্বর ২০১৯ খ্রি: তারিখে অনুষ্ঠিত হয় বিজ্ঞান উৎসব। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৭ টি প্রকল্প উপস্থাপন করে। এতে সিলেট বিভাগের প্রায় ৪০০ জন শিক্ষার্থীর মধ্যে প্রকল্প উপস্থাপনে ‘সেরাদের সেরা’ হয়েছে বিজিপিএসসি’র ১০ম শ্রেণির ছাত্র রাতুল ও নাজমুল। কুইজ প্রতিযোগিতায় ‘সেরাদের সেরা’ – মাধ্যমিক গ্রুপে বিজিপিএসসি’র ১০ম শ্রেণির শিক্ষার্থী তাসনুভা রহমান।
৪। এসডিএফ ডিবেট ফেস্ট ২০১৯:
০৭ এপ্রিল ২০১৯ খ্রি: তারিখে অনুষ্ঠিত সিলেট ডিবেট ফেডারেশন আয়োজিত ‘এসডিএফ ডিবেট-২০১৯’ প্রতিযোগিতায় সিলেট জেলার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিজিপিএসসি’র কলেজ শাখার ডিবেট টীম ‘দুর্জয়’।
৫।বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড:
০৯ মার্চ ২০১৯ খ্রি: তারিখ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিজিপিএসসি’র জুনিয়র ক্যাটাগরি-০৬, সেকেহুারী ক্যাটাগরি-০২, হায়ার সেকেন্ডারী -০২, মোট ১০ জন শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
৬। শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা – ২০১৯ :
০৩ ফেব্রুয়ারি ২০১৯ খ্রি: সিলেট জেলা প্রশাসন আয়োজিত ‘শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা ২০১৯’ এ বিজিপিএসসি’র উচ্চমাধ্যমিক স্তরের সংগীত টীম সদর উপজেলায় চ্যাম্পিয়ন হয়ে – জেলা পর্যায়ে ২য় স্থান অর্জন করে।